রবিন,সাভার প্রতিনিধি:আশুলিয়ায় বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হওয়া সাকিব নামে এক যুবককে আটক রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে স্থানীয় বেশ কয়েকজন বখাটে যুবক। এ সময় তারা বান্ধবীকে ছেড়ে দিলেও যুবককে আটকে রাখে। পরে সাকিব টাকার জন্য মুঠোফোনে এক বন্ধুর সাথে যোগাযোগ করলে বিষয়টি র্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। পরে র্যাব অভিযান চালিয়ে অপহৃত সাকিবকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।
রবিবার (০৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের প্রিজন ভ্যানে করে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার এনায়েতপুর এলাকার প্রফেসরের টেকে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হয় সাকিব।
ভুক্তভোগী সাকিব (২২) এর গ্রামের বাড়ি পাবনা জেলায় হলেও আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। সে আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
গ্রেপ্তারকৃতরা হল- লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), নাজমুল হোসেন(২০), আল আমিন (২০), শাকিল ইসলাম(২০), রাহাত খান(২০), জিন্নাত (২০)। এছাড়া পলাতক ইয়াসিন(২১), রনি(২৪) ও সবুজ(২৩)।
ভুক্তভোগী সাকিব জানান, সে তার বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হয়েছিলো। পরে সেখানে থাকা৷ কয়েকজন বখাটে যুবকরা তাদের পথরোধ করে এবং জোরপূর্বক পাশের নির্জন স্থানে নিয়ে যায়। পরে বান্ধবীকে ছেড়ে দিলেও সাকিবের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বখাটেরা।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে