বাউফলে আপন দুই ভাইকে পিটিয়ে যখম করার অভিযোগ

বাউফল প্রতিনিধিঃপটুয়াখালী বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আপন দুই ভাইকে পিটিয়ে যখম করার অভিযোগ পাওয়া গিয়েছে। গত ১১ই আগস্ট শুক্রবার সকাল ১০ঘটিকায় ঘটিকায় বাউফল সদর  ইউনিয়নের দক্ষিণ জৌতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন (৪৫)ও তার ভাই শহিদুল  ইসলাম  (৩৫) বর্তমানে বাউফল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আহত রুহুল আমিনের স্ত্রী নিলুফা বেগম জানান আজ সকালে তার স্বামী বাসার সামনেই কাজ করছিলেন হঠাৎ তাদের বাসের পাশের  আলেয়া রাহমান ল্যাডিস ক্লাবের কাছ থেকে রত্তন সিকদার(৬৫) এর নেতৃত্বে  নূর ছালাম সিকদার(৩২), মহিবুল সিকদার (২০), সহ ৫-৬ জন ব্যক্তি বেন হয়ে কোনো কারন ছাড়াই তার স্বামীর উপর পাইপ এবং লাঠি সোটা দিয়ে আক্রমন করেন। তখন তার দেবর শহিদুল ডাক চিৎকার শুনে তার ভাইকে  বাচাঁতে এলে তার উপর ও ক্ষিপ্ত হয়ে আক্রমন চালায় সন্ত্রাসীরা।এ সময় নিলুফা বেগমকে ও খারাপ ভাসায় গালাগালি করে বলেও অভিযোগ করেন তিনি। পরে নিলুফাদের আশেপাশের লোকজন বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।স্থানীয় লোকজন আহত রুহুল আমিন ও শহিদুল কে উদ্ধার করে বাউফলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে ঔই সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ১৯-০৫-২৩ ইং তারিখে বাউফল থানায় অভিযোগ করতে এসে ছিলেন নিলু্ফা বেগম। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনার সম্পর্কে আমি অবগত হয়েছি লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।