বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবো উজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৯ বছর রজত জয়ন্তী উৎযাপন

 

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৯তম রজন জয়ন্তী উপলক্ষ্যে পতাকা ও পেস্টন উরানোর মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়েছে।
২৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার মূলঘর মোড়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী রজত জয়ন্তী অনুষ্টিত হয়।উক্ত অনুষ্টানে ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জনাব শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে, সদস্য সচিব জনাব কাজী বেলাল সাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মল্লিক আবুল কালাম আজাদ, মুস্তাহিদ রহমান সুজা,শেখর রঞ্জন দেবনাথ, মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিটলার গোলদার, শেখ সরোয়ার হোসেন, শেখ মোঃ আবু বক্কর , সুনির্মল পারই,সরদার আব্দুল কাদের, এছাড়া এসময় বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন, ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং সকল ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথি মহোদয়বৃন্দ সহ সকল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ মিলিত হয়ে ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটেন এবং মিষ্টি বিতরন করা হয়।