বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের জিআর চাল বিতরণ

বরিশাল প্রতিনিধিঃজাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত জি আর চাল হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরন আয়োজন করা হয়।

আজ সোমবার ৮ জুলাই জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার নিজ কার্যালয়,জনাব আইউব আলী হাওলাদারের সভাপত্বিতে,ও মনিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় বিতরণী কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর বরিশাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,সাজ্জাদ পারভেজ, সহকারী উপপরিচালক,জেলা সমাজসেবা অফিসার বরিশাল,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,দৃষ্টি প্রতিবন্ধীদের তার কর্ম অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আস্বাস দেন,

বিতরণী কার্যক্রমে ২৫০ জন অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীকে ২০কেজি করে (জি আর)চাল বিতরণ করা হয়।