বরিশাল প্রতিনিধিঃ চলমান শৈত্যপ্রবাহে দুই শতাধিক ছিন্নমূল,দৃষ্টি প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে জেলা প্রশাসক কর্তৃক প্রদও কম্বল বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা।
আজ(২৩ জানুয়ারি)মঙ্গলবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব আইয়ুব আলী হাওলাদার মহাসচিব জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও সভাপতি বরিশাল জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ূন কবির কাউন্সিলর,২৮নং ওয়ার্ড,বিসিসি,বরিশাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এম এমদাদুল হক দুলাল,সমাজসেবক, সাগরদী, বরিশাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জনাব মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা শাখা সহ অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী নেতৃবৃন্দ।