নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে দুইশতা’ধিক হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জি’আর চাল বিতরন করা হয়।
আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১২ ঘটিকায় মহানগর কলেজ সড়ক সংস্থাটির নিজস্ব কার্যালয় উক্ত চাল বিতরণের কার্যক্রম শুরু হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন জনাব আইয়ুব আলী হাওলাদার সভাপতি বরিশাল জেলা শাখা ও মহাসচিব জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন’জনাব রনজিৎ কুমার সরকার’ ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা,বরিশাল”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন”জনাব সাজ্জাদ পারভেজ’ প্রবেশন অফিসার জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল”জনাব হুমায়ুন কবির’কাউন্সিলর ২৮ নং ওয়ার্ড বরিশাল”জনাব কাজী মিরাজ মাহমুদ’সম্পাদক দৈনিক আজকের পরিবর্তন বরিশাল”মাহিদুর রহমান মাহাদ’সাবেক সাধারণ সম্পাদক সরকারি হাতেম আলি কলেজ বরিশাল”যেন সুলতান শরীফ সমাজসেবক ২৮ নং ওয়ার্ড বরিশাল”জনাব বশির আহমেদ উচ্চমান সহকারী জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল”
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন,এবং প্রতিবন্ধীদের পাশে থেকে সব সময় তাদেরকে সহযোগিতায় করে যাব।
সভাপতি বক্তৃতায় বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে জনপ্রতিনিধি সহ সব শ্রেনীর মানুষদের দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা আহবান করেন, পরে অতিথিরা উপস্থিত থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জি’আর চাল বিতরন করেন।