বরগুনায় শতাধিক শিশুর অংশগ্রহণে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধিঃ শতাধিক শিশু ও কিশোরদের অংশগ্রহণে কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বরগুনায়।

গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে আল মামুন এন্টারপ্রাইজের সামনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু ও কিশোর অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ গোলাম মাওলা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মীর মো. বজলুর রহমান।

গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মো. আরিফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো. শাহদাত হোসেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে কোরাআন, জায়নামাজ ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।