ফুলবাড়ীয়া পৌরসভার মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করেন- মেয়র গোলাম কিবরিয়া

মোহাম্মদ রফিকুল ইসলাম : ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে বৃহস্পতিবার( ৩০ মার্চ) দুপুরে পাঁচ কুশমাইল নদীর পাড় জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের উদ্ভোধন করেন ফুলবাড়িয়া পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাইফুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সেকান্দর আলী, সাধারণ সম্পাদক আবু হানিফা, কোষাধ্যক্ষ আমির হামজা, উপদেষ্টা মোঃ আজগর আলী,আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান ও ইমাম কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ এবং মুসিল্লিগণ উপস্থিত ছিলেন।
মেয়র মোঃ গোলাম কিবরিয়া বলেন,আমি পৌরবাসীর সাথে যে কোন উন্নয়ন মুলক কাজের সার্বিক সহযোগিতা করব। সেবাটি যেন পৌর নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি।