মোহাম্মদ রফিকুল ইসলাম:
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার মেইন রোড ও হাজীরোডসহ পৌরসদরে ফুটপাত দখলমুক্ত অভিযান চালানো হয়।
ফুলবাড়ীয়া পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ গোলাম কিবরিয়া নির্দেশে এ অভিযান পরিচালনা করেন পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন মোঃ খাইরুল ইসলাম,আলহাজ্ব আনোয়ার হোসেন,আব্দুর রাজ্জাক, ইব্রাহিম খলিল শিকদার,ছাইফুল ইসলাম প্রমুখ।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম তরফদার বলেন,ফুলবাড়িয়া পৌরসভা পবিত্র রমজান মাসে যানজটমুক্ত অবৈধ স্থাপনা মুক্ত হয়েছে।মেয়র মহোদয় কে ধন্যবাদ।
পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ বলেন,ফুলবাড়িয়া পৌরসভায় কোন যানজট মুক্ত থাকবে। ফুটপাত দখলমুক্ত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া বলেন,পৌরসভায় ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে।অবৈধভাবে রাস্তার পাশে কাউকে দোকানপাট বসানো দেওয়া হবে না।কোন রকম যানজট থাকবে না এবং অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।