প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃজমকালো আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ শরিফ ফুডকোর্ট এন্ড ড্রিম পার্কে আজ (১১ জানুয়ারি) সারাদিন উৎসবমুখর পরিবেশে, বনভোজনের আয়োজন করা হয়।

পার্ক অঙ্গনের সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শরিফ পার্ক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.মোঃ মহিউদ্দিন সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজয় কৃষ্ণ দেবনাথ,ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,ও অতিরিক্ত সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ড.মোহাম্মদ রেজাউল করিম রেজা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির নিকট সদস্যরা এক দফা দাবি পেশ করেন, দাবিটি হল, চাকরি স্থায়ীকরণ।

সমিতির উপস্থিত ৮ শত ৫০ জন সদস্য বার্ষিক বনভোজন উপলক্ষে মিলিত হন। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। শুরু হয় কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গান। প্রতিবারের মতো এবারও বনভোজনকে কেন্দ্র করে ছিল বিভিন্ন ধরনের আয়োজন ও সাংস্কৃতিক,র‌্যাফেল ড্রর মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠান।