পাথরঘাটায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করলেন বিএনপি নেতা, এডভোকেট লিওন

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বরগুনা পাথরঘাটায়  বিএনপি’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামনে কেন্দ্রীয় সকল কর্মসূচী সফল করতেই বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার ১ জুলাই জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ আইনজীবী বরগুনা ২ আসনের জনগণের আস্থাভাজন নেতা, এডভোকেট লিওন এর উদ্যোগে, তার নিজ বাসভবনে প্রায় ১৫০০ শত নেতাকর্মী নিয়ে, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন, এই তরুণ নেতা, অনুষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবি এবং সামনের দিনে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে সকল আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব এম কামরুল ইসলাম,  পৌর বিএনপির আহবায়ক জননেতা  হারুন অর রশীদ হাওলাদার, সদস্য সচিব জননেতা  ইসমাইল হোসেন এসমে, উপজেলা যুবদলের আহবায়ক লিটন আহমেদ, ছাত্র দল আহবায়ক মামুন আহমেদ,  সদস্য সচিব আরাফাত রহমান অভি। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবুল, সদস্য সচিব মোঃ আব্বাস, উপজেলা  শ্রমিক দলের সদস্য সচিব জননেতা বাকি বিল্লাহ ফরাজি। পাথরঘাটা  কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাওসার,  প্রেসক্লাব সভাপতি  মোস্তফা চৌধুরী,সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের,তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।