পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি’র আওতায় ৪০ টি স্যালোমেশিন বিতরন

এম জালাল উদ্দীন:
খুলনার পাইকগাছায় বুধবার সকালে ১০ টায় সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় সি আই জি চাষিদের মাঝে ৪০ টি স্যালোমেশিন বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্যালোমেশিনগুলো চাষিদের মাঝে বিতরণ করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার
(এনএটিপি-২),সুমন কুমার সেন,ক্ষেত্র সহকারী, (এনএটিপি-২),নিলাদ্রী শেখর সরদার,পিও অফিস ম্যানেজার (এনএটিপি-২), শেখ রবিউল ইসলাম, অফিস সহায়ক, উপকারভোগী চাষিরা ও অফিসের কর্মকর্তাবৃন্দ।
বাস্তবায়নেঃ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,পাইকগাছা, খুলনা।