নৌকা মার্কায় ভোট চাওয়া ওসি শ্যামল চন্দ্রধর প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি:নৌকা মার্কায় ভোট চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে নিজের দল দাবি করেন। সেই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান।

অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ-বকশিঞ্জ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মাটি মানুষের নেতা ও নয়নের মনি বলে উল্লেখ করেন। এ ছাড়া আগামী নির্বাচনে যাতে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয় করতে পারেন এমন আশাও ব্যক্ত করেন তিনি।

২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সরকারি একজন কর্মকর্তা এমন বক্তব্য দিতে পারে কি না তা নিয়ে প্রশ্ন উঠে।

জানতে চাইলে জামালপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‌‘রাষ্ট্রীয় কারণেই তাকে বদলি করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সার্কেলের সুমন কান্তি চৌধুরী জানান, ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।