নেছারাবাদ গুয়ারেখা উপনির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয়

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর নেছারাবাদ উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়ন পরিষদ (ইউপি)উপনির্বাচনে নৌকা প্রতীককে হারিয়ে ৫ শত ১৭ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান মিজান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৭০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী ফারজানা আক্তার নৌকা প্রতীকে ৩ হাজার ১৯০ ভোট পেয়েছেন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীন শরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচনে গাজী হুমায়ুন কবির (আলতাব) মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৮২ পেয়েছেন,রাশেদুল হক চশমা প্রতীকে ৬ ভোট পেয়েছেন,বাবুল শেখ ঘোড়া প্রতীকে ৩ ভোট পেয়েছেন,রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৫ভোট পেয়েছেন, শফিকুল ইসলাম টেলিফোন প্রতীকে ৭৪ ভোট পেয়েছেন,

সোমবার সকাল ৮ টা থেকে ব্যালট এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়।

উপজেলা নির্বাচন অফিসার শাহিন শরীফ লিখিতভাবে জানান,৭ নং গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে১২ হাজার ৩৭৯ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৩১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’