নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃনিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারীর লালবাগের বাসা ঘিরে রেখে গ্রেফতার করেছে ডিবি ও লালবাগ থানা পুলিশের একটি দল। শুক্রবার (১৩রা অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত তিনটা থেকে পুলিশ বাসার সামনে অবস্থান নিয়ে দরজা ভাঙার চেষ্টা ও গালিগালাজ করছে বলেও অভিযোগ করেছেন মিজান বেপারীর ছেলে তুহিন।

তুহিন বলেন, পুলিশ সদস্যরা জানায় বাবাকে গ্রেপ্তার করা হবে। তবে এই ভবন কমিটির সাবেক সভাপতি আনিসের সঙ্গে পুলিশ সদস্যদের কথা হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমার বাবার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। এছাড়া বাবা আগের সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও গ্রেফতার করতে এসেছে পুলিশ। এমন ন্যক্কার জনক ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন- কোনো গ্রেফতার, হামলা, মামলা করে এ সরকারের পতন ঠেকানো যাবে না। আমরা এদেশের জনগণের জন্য মাঠে আছি, আন্দোলনের মাধ্যম দিয়েই এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার উপহার দেব। এর আগে জাতীয়তাবাদের সৈনিকরা একজনও মাঠ ছেড়ে যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল গণতন্ত্রকামী রাজ বন্দির নিঃশর্ত মুক্তি চাই