ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড’র (সি আর সি) প্রবীণ বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা করা হয়।
এসময় এতে মো: মুরসালীন ইসলাম ও তাসফিয়া সানজিদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রনি শাহা, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি, সহ-সভাপতি হাসিবুর রহমান, চঞ্চল মন্ডল, জয় বৈষ্ণবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সভাপতি রনি শাহা বলেন, সি আর সি প্রতিষ্ঠার পর থেকেই পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। এ বছরে আমরা অনেক কার্যক্রম করেছি যেমন এবছর বই মেলায় আমাদের একটি স্টল ছিলো সেখান থেকে অর্জিত সব টাকাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খরচ করা হয়সিলো। এছাড়াও ক্যাম্পাসের বটতলায় শিশুদের নিয়ে ফল উৎসব পালন করা হয়েছিলো। আশা করি আমাদের এই ধারাবাহিকতা সংগঠনের নেতৃত্বে যারা আসবে তারাও রাখবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের বর্তমান ও নবীন সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।