তৌহিদুল ইসলাম:
নরসিংদীতে অস্ত্র-গুলি ও ইয়াবা সহ শীর্ষ সন্ত্রাসী রবিন ওরফে রনি ও দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল নরসিংদী সদর উপজেলার বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রবিন ওরফে রনি(৩২) সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার আনোয়ার হোসেন এর পুত্র এবং মোঃ দুলাল মিয়া(৩১), বাগহাটা এলাকার আতাউল্লাহ পুত্র।
তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।