মাজাহারুল ইসলাম ইমন :
নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে সিএনজির আরো ৪ যাত্রী। বৃহস্পতিবার বিকালে পাঁচদোন-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী।
পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় পাঁচদোন-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পংকজ নামে সিএনজির এক যাত্রী নিহত হয়। একই সাথে আহত হয় আরো পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।