নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের নিরাপত্তা ও নৈতিকতা সভা অনুষ্ঠিত

 

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পল্লীবিদ্যুতের নিরাপত্তা ও নৈতিকতা বিষয়ক সভা হয়েছে।গতকাল শনিবার (২২ জুলাই) বিকালে আত্রাই পল্লীবিদ্যুত এর ইনডোর কক্ষে এ সভা হয়। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সততা, নিরাপদ, নৈতিকতার সাথে কাজ করে যাবার আহবান জানান নওগাঁ পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার রবিউল হক। এসময় নওগাঁর ডিজিএম কারিগরি লুতফুল হাসান, ডিজিএম আত্রাই আব্দুল আলীম, এজিএম এম তাহসিন ইলিয়াস, জুনিয়র ইঞ্জিনিয়ার পুস্প চন্দ্র রায়, প্রশাসনিক কর্মকর্তা মেসবাউল হকসহ অফিসে কর্মরতরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটিতে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।