ধামরাইয়ে বিষক্রিয়ায় খামারির ১১ গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:ঢাকার ধামরাইয়ে খাবারে বিষক্রিয়ায় এক খামারের ১১টি ফ্রিজিয়ান জাতের গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ওই খামারির।
সোমবার সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কাজী পাড়া এলাকায় আসাদ খানের ব্যক্তিমালিকানাধীন খামারে এই ঘটনা ঘটে।
খামারটির পরিচর্যার দায়িত্বে থাকা সাদ্দাম হোসেন বলেন, প্রতিদিনের মত সকাল ৭টার দিকে খামার পরিস্কার করে খাবার দিয়ে আমি বাড়ি চলে যাই। আজকেও গরু গুলো ভালই ছিল। পরে জানতে পারি একটি একটি করে গরু পড়ে মারা গেছে।
খামারের মালিক আসাদ খান বলেন, আমরা নিয়ম মেনে ভুসি, খৈল অন্যান্য দানাদার খাবার মিক্সিং করে চার দিনের খাবার তৈরী করি। তারপর খুব ভালো করে বস্তায় করে বেঁধে রাখা হয়। সেই দানাদার মিক্সিংটাই আজকে খাওয়ানো হইছে। দুই বছর ধরে এভাবেই খাওয়াচ্ছি। শনিবার বানানোর পর এই কয়দিন খাওয়ানো হইছে, কোন সমস্যা হয় নাই। কিন্তু আজকে সকালে খাওয়ানোর পর থেকে গরু গুলো ছটপট করে শুয়ে পড়ে মারা গেছে। আমার এখানে ১৬ টা গরু ছিলো। যার মধ্যে ১১টা গরু মারা গেছে। বাকী ৫টার অবস্থা এখনও পর্যন্ত ভালো মনে হচ্ছে। সব গুলো ফ্রিজিয়ান জাতের ভালো গরু। ষাড় ৩টা, ছোট গাভী ২টা ও ৬টা বড় গাভী মারা গেছে। ছয়টা বড় গাভীই গর্ববতী ছিলো। আমার ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। মনটা অনেক খারাপ।
তিনি আরও বলেন, ফুড পয়জনিং হতে পারে। তবে কেউ খাবারের সাথে বিষ মিশিয়েছে কি না সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। তবে মারা যাওয়ার কারণ জানতে খাবার, গোবর ও রক্ত পরীক্ষা করতে দেবো।
ধামরাই উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইয়াকুব হোসেন জানান, খাবার খাওয়ার পর ১১ টি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। যতটুকু শুনলাম তাতে মনে হচ্ছে খাবারের বিষক্রিয়া থেকে গরু গুলো মারা গেছে। আমরা ওই খামারে গিয়ে দেখব।