তানভীর আহমেদ সাকিব: কালের ছবি পত্রিকার প্রতিনিধি সম্মেলনে ও এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। আজ ৩০ জুলাই রবিবার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তন (দাদা ভাই) হলে দৈনিক কালের ছবি প্রতিনিধি সম্মেলন ও এপ্রিসিয়েশন এ্যাওর্য়াড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন, জাহিদুল ইসলাম, সম্পাদক, দৈনিক কালের ছবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, কাজী জীবন আহমেদ প্লানিং এডিটর, দৈনিক কালের ছবি। ও মোঃ সাইদুর রহমান নির্বাহী সম্পাদক, দৈনিক কালের ছবি।
উক্ত অনুষ্ঠানে এপ্রিসিয়্শন এ্যাওয়ার্ড গ্রহন করেন, জনাব, মোঃ আইউব আলী হাওলাদার,(মহা-সচিব) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি,ঢাকা। পক্ষে সম্মাননা স্বারক গ্রহন করে জনাব, হারুন অর রশিদ (কোষাধ্যক্ষ) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি ঢাকা।