দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃজাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় সাধারণ পরিষদের সদস্যদের উদ্যোগে আজ ২৩শে ডিসেম্বর, রোজ সোমবার, সকাল ১১ ঘটিকার সময় সংস্থার প্রধান কার্যালয়, ৬ অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-এ সংস্থার সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও মহাসচিব আইউব আলী হাওলাদার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভার আয়োজন করেন।

সভায় ২০২৩-২৪ আর্থিক বছরের আয়-ব্যয়, ২০২৪-২৫ অর্থিক বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের
সিদ্ধান্ত গ্রহন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,হাজি মোঃ আনোয়ার পারভেজ (বাদল), সাবেক সভাপতি, চকবাজার থানায় বিএনপি) ও সাবেক কাউন্সিলর ২৮ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন,এছাড়াও চকবাজার থানা বিএনপি নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা থেকে আগত ৩০০ জন অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চিকিৎসা সাহায্য, আর্থিক সাহায্য, বয়স্ক ভাতা, বিবাহ সাহায্য, ক্ষুদ্র ব্যাবস্য সাহায্য, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, উচ্চ শিক্ষা অর্জনের জন্য শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

উক্ত সভায় সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার অন্তবর্তীকালীন সরকারের নিকট কয়েকটি দাবি পেশ করেন।

দাবি সমূহঃ১.সংস্থার প্রধান কার্যালয় ৬. অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা।২.প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা।৩.যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।৪.অসহায়,হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ মোকলেচুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান, মাধব চন্দ্র সরকার ভাইস চেয়ারম্যান, এস এস ইউনুসুর রহমার যুগ্ম মহাসচিব, মোঃ মনিরুল ইসলাম সহকারী মহাসচিব, আবু আলেম মাতবর সাংগঠনিক সচিব, সাফিয়া বেগম মহিলা বিষয়ক সচিব, মোসাঃ নারগিস ইসলাম, গফফার হোসেন, মোঃ রিপন, মোঃ আলী, মিলন আক্তার, মাসুদ আনোয়ার খান, মোঃ আনোয়ার দেওয়ান, জরিনা খাতুন, মোঃ মোকলেসুর রহমান, আঃ মালেক তালুকদার কার্যনির্বাহী সদস্য প্রমূখ।