দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃলক্ষ্মীপুর রামগঞ্জে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র কম্বল ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলার পথেও প্রতীক সাদাছড়ি ও আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময়,রামগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ আবুল বাশার অফিসার ইনচার্জ রামগঞ্জ থানা,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,রামগঞ্জের লক্ষীপুরের সকল দৃষ্টি প্রতিবন্ধীদের সার্বিক সহায়তা প্রদান করবেন, বিশেষ অতিথি মিজানুর রহমান, বক্তৃতায় বলেন,লক্ষ্মীপুরের দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করবেন। বিশেষ অতিথি দেব ভ্রত দাশ,সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বক্তৃতায় তিনি বলেন,লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক সার্বিক সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহা-সচিব আইউব আলী হাওলাদার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখা পুনঙ্গ কমিটি ঘোষণা ঘোষণা করেন।