দুই’শত অধিক মামলা নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় যুবদল নেতা নয়ন

এস এম আল ইমরানঃঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ২ শত ৮ টি মামলা রয়েছে”ছাত্রদল থেকে যুবদলে পদোন্নতি পাওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে মামলার সংখ্যাও বাড়তে থাকে’তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলার সংখ্যা ২ শত ৮ টি।এতগুলো মামলার পরেও তিনি রাজনীতির মাঠে সক্রিয় আছেন।

উল্লেখ্য-২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই দুই বছরে’ই জেলে যেতে হয়েছে ৭ বার” গ্রেফতারের পর নিখোঁজও ছিলেন কয়েক মাস। এখনো নির্যাতনের চিহ্ন আছে শরীরের বিভিন্ন জায়গায়। দীর্ঘ চার বছরেরও অধিক সময় ধরে মামলার হাজিরা দিতে প্রায় প্রতিদিন’ই আদালতে যেতে হয় তাকে।

এ বিষয়ে রবিউল ইসলাম নয়ন বলেন” জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক আগের পুরনো মামলাগুলো পুনরায় সক্রিয় হওয়াতে সরকারি ছুটির দিন ছাড়া আদালত চত্বরে’ই দিনের অধিকাংশ সময় ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি পুলিশি হয়রানি এবং গ্রেপ্তার আতঙ্ক মাথায় নিয়ে’ই দলীয় কর্মসূচি পালন করতে হচ্ছে। যদিও মামলা, হামলা, গ্রেপ্তার, পুলিশি হয়রানি ও নির্যাতন আমাদের কাছে নিত্য নতুন কোন বিষয় নয়। জীবন দিয়ে হলেও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীদের মুক্তি, এ দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান এক দফা দাবি আদায়ে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে’ই রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই ত্যাগী ও নির্যাতিত নেতা।