তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করেন,কাতার শাখা যুবদল

  1. কাতার প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘চক্রান্তমূলক মামলায় অন্যায় রায় বাতিলের দাবিতে’প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাতার শাখার উদ্যোগে,গত ৩ই আগস্ট বৃহস্পতিবার কাতারে আমানুল্লাহ রেস্টুরেন্টে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ.আর মামুন খান,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বহু আগেই দেশ থেকে ন্যায় বিচার ও আইনের শাসন ওঠে গেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না, এবার দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী দেশবরেণ্য চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে পুরো জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রাখতে চায় আওয়ামী স্বৈরাচার সরকার। জিয়া পরিবার ছাড়া কোনো নির্বাচন মেনে নেয়া হবে না বলেও হুসিয়ারি দেন। সভায় উপস্থিত ছিলেন-কাতার শাখা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।