আজ ২৯ মার্চ ২০২৩, ৬ষ্ঠ রমজান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় ইফতারি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা ও ওজনে কারচূপির অভিযোগে মেসার্স আজাদ ফুড নামের একটি ট্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।