টেকনাফ প্রতিনিধি: গত(৩-মার্চ)সোমবার দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প পাহাড় সংলগ্ন এলাকায় টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন অপহৃত ভিকটিম উদ্ধার ও একজন বিকাশ দোকানদার’কে সন্দেহজনক গ্রেফতার করেছে।
উল্লেখ্য যে, আগত কিছুদিন আগে থেকে টেকনাফের বিভিন্ন জায়গায় অপহরণ বেড়ে যায় তার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম উদ্ধার। করেছে।
টেকনাফ থানা পুলিশ জানান, অপহরণের সাথে জড়িত বাকিদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
আমিন নামের একজন অপহরণের সাথে জড়িত বলে জানা গেছে। সে লেদার স্হানীয় বাসিন্দা হলেও বসবাস করে কক্সবাজার।
হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওয়া লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না পেলে অপহৃতদের নানান ধরনের নির্যাতন করা হয়। এলাকার লোকজন অপহরণ আতঙ্কের মধ্যে বসবাস করছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারে এবং অপহরণকারীদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।