টাকা নেই ভাববেন না”ঝুড়ি থেকে একটা রুটি খাবেন ফ্রি

এস.এম.আল-ইমরানঃপলিটিক্যাল সাইন্সে নিয়ে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির পিছনে ঘুরে ঘুরে দিশে হারিয়ে বিসিএস পরীক্ষায় ভাইবা পর্যন্ত দিয়ে ও চাকরি পাননি। তাই শিক্ষিত বেকার না থেকে তিনি এখন নিজেই একজন সফল উদ্যোক্তা। বলছিলাম কাঠালবাগান বাজার, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন, চায়ের ব্যবসায়ী শাহিন আলমের কথা। যিনি এখন একটা চায়ের দোকান পরিচালনা করেন এবং খুব যত্নসহকারে নিজের হাতে চা বানিয়ে অন্যকে পরিবেশন করেন।

তার চা’য়ের দোকানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, একটা লাল ঝুড়িতে লেখা”টাকা নেই ভাববেন না,এই ঝুড়ি থেকে একটা রুটি খান ফ্রি”

বাহ্ কি অসাধারণ একটি বাক্য, যা মানবিকতার একটি প্রতিচ্ছবি”কোন অহংকার বা লজ্জা কোনটি’ই তাকে স্পর্শ করতে পারেনি তার মানসিকতা ও মানবিক গুণাবলীকে।
তার রয়েছে অর্থ বা সামর্থ্য না থাকা ক্ষুদার্থদের জন্যে সাধ্য অনুযায়ী নিঃস্বার্থ ভালোবাসা,যা বর্তমান স্বার্থের দুনিয়ায় খুবই বিরল।আসছে বিস্তারিত…..