নিজস্ব প্রতিনিধিঃ ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্টেলিয়ার সিডনিতে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্ম দিবস পালিত হয়েছে।
বিএনপি’র সমন্বয়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের তত্বাবধানে অস্টেলিয়াস্থ দলটির সকল স্তরের নেতা কর্মীদের নিয়ে এই দিবসটি পালন করেন।
স্থানীয় ল্যাকান্বার লাইব্রেরি হলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব লিয়াকত আলী স্বপন ( সাবেক বিএনপির সাধারণ সম্পাদক)। অনুষ্ঠান শুরুর প্রথমেই শহীদ জিয়ার, খালেদা জিয়া, ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তৃতা দেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রুহুল কবীর রেজভী, ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানটিতে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকচিএ প্রদর্শনী। এই আলোকচিএ প্রদর্শনী সমগ্র অনুষ্ঠানটি আলোকিত করে তুলেছিল। বিপুল সংখ্যক শিশুরা তাদের অভিভাবকসহ শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি অংকন করে।অনুষ্ঠানের পরে সকল অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম দিবস অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রা এনে দেয় তাঁর কর্মময় জীবনের কিছু দুর্লভ ছবির প্রদর্শনীতে।
প্রধান অথিতির বক্তৃতায় জনাব নজরুল ইসলাম খান, শহীদ জিয়ার আদর্শ ও তার রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে বলেন জিয়ার শততা ও তার জাতীয়তাবাদী আদর্শ বহমান থাকবে যতদিন বাংলাদেশ থাকবে।
জনাব রেজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়া একটি অনব্দ নাম। ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের বিরুদ্ধে মিত্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবেনা।
জনাব খোকন বলেন, অস্টেলিয়া বিএনপির এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্য এক্য বজায় রেখে আন্দোলন সংগ্রাম অংশগ্রহন করতে হবে।
আলোচনা সভায় স্থানীয় অস্টেলিয়া বিএনপি ও এর অংগসংগঠনের অনেকেই অংশগ্রহণ করেন। এছাড়া জিয়াউর রহমানের আলোকচিএ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, বিএনপি অস্টেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দ সহ বাংলাদেশী কমিনিটির অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ । তাদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রোফেসর ডঃ হুমায়ের চৌধুরী রানা, ব্যারিস্টার নাসিরুল্লাহ, মোঃ ফারুক খান, মোসলেহ উদ্দীন আরিফ, ফজলুল হক সফিক, সোহেল মাহমুদ ইকবাল, জাকির আলম, আবুল হাছান, হাবিবুর রহমান , মুন্নি চৌধুরী, মাসুম নোমান, মিতা কাদেরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, জিয়া ফোরাম অস্টেলিয়ার সাধারন সম্পাদক জাকির আলম ( লেনিন), নোমান মাসুম ও হাবিবুর রহমান ( হাবিব)।