ক্রিয়া প্রতিবেদকঃ জয়ের জন্য দরকার ছিল আর মাত্র ৩৩ রান। দারুণ ব্যাটিং করছিলেন মিরাজ ও শান্ত। এই সময়েই নাভিন উল হককে উড়িয়ে মারতে গেলেন মিরাজ। বল উড়ে যাচ্ছিলো বাউন্ডারির দিকে। তবে দারুণ বল’টিকে তালুবন্দি করে ফেলেন রহমত শাহ।আর তাতেই শেষ হয় মিরাজের ৭৩ বলে গড়া ৫৭ রানের ইনিংস।ভাঙে শান্তর সঙ্গে গড়া ১২৯ বল স্থায়ী ৯৭ রানের জুটি।