জুলাই শহীদদের স্মরণে কেরানীগঞ্জের ১১৪ টি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১১৪ টি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলার প্রত্যেকটি মাদ্রাসা ও এতিমখানায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, ও সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলা প্রশাসন অন্যান্য নেতৃবৃন্দ। ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জুলাই শহীদদের স্মরণ করে স্মৃতিচারণ সহ বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে।