জীবন ঝুঁকিতে খালেদা জিয়া-সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্যরা

কামরুজ্জামানঃসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি বেড়েছে। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে।জরুরি ভিত্তিতে তাকে বিদেশ নেয়া প্রয়োজন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান।

১৭ সদস্যের বোর্ডের সমন্বয়ক ডা.এফ.এম সিদ্দিকী বলেন, এখন খালেদা জিয়ার যে অবস্থা, তাতে করে তাকে বাসায় নেয়া যাবে না।দেশের চিকিৎসকরা সাধ্য অনুযায়ী যা করার করেছেন। দেশে আর তার চিকিৎসা নেই।এখন তাকে বিদেশে নিতেই হবে।এতে তাঁর জীবন রক্ষা পেতে পারে।তিনি আরও বলেন,খালেদা জিয়ার লিভার আক্রান্ত হয়েছে।এ পরিস্থিতি থেকে উত্তরণে তাকে আরো উন্নত চিকিৎসা দেয়া দরকার।তাকে উচ্চ’মাত্রার অ্যান্টিবায়োটিক দেয়ার পরও তা আর করছে না। তিনি জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করেছে। তাদের আর কিছু করার নেই। খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাকে বিদেশে নিতে হবে। গত ৯ আগস্ট থেকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।