তানভীর আহমেদ সাকিবঃ আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস”সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালনের কথা রয়েছে।
এবারের সাদাছড়ি দিবসের স্লোগান হিসেবে ঠিক করা হয়েছে- ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’। বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ও সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে থাকে। দিবসটি উপলক্ষে আজ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে সাদাছড়ি বিতরণ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ আশরাফ আলী খান খসরু’এমপি মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়’জনাব রাশেদ খান মেনন এমপি মাননীয় সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’স্বাগত বক্তব্য প্রদান করেন,
জনাব মোঃ নুরুল আমিন খান’ব্যবস্থাপনা পরিচালক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঢাকাউক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,
জনাব মোঃ খাইরুল আলম শেখ ,সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়।এছাড়াও বক্তৃতা রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব জনাব আইয়ুব আলী হাওলাদার সহ অন্যঅন্য নেতৃবৃন্দ।
অন্যদিকে লায়ন্স ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে। যাতে যারা চোখে দেখে তারা তাদের চলাচলে সহযোগিতা করে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবসটি পালন শুরু হয়।