জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অনিয়মের অভিযোগে প্রতিবাদ সভা করেন দৃষ্টি প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদকঃ,বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি)ও অন্ধকারিগরি প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র (ভিটিসিবি)নামে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, অসদাচরণ’সহ নানা অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন দৃষ্টি প্রতিবন্ধীরা।

আজ বুধবার সকাল ১১ ঘটিকায় মিরপুর ১ খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের সামনে,জনাব আইয়ুব আলী হাওলাদার এর সভাপতিত্বে শতশত দৃষ্টি প্রতিবন্ধীরা নানা স্লোগানে উক্ত প্রতিবাদ সভা পালন করা হয়।

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে জনাব আইয়ুব আলী হাওলাদার বলেন,বিএনএসবি-ভিটিসিবি সংগঠন দুটি পরিচালনা পরিষদকে যথা উপযুক্ত দপ্তর থেকে অনুমোদন নেননি, অথচ সংগঠন দুটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত, পরিচালনা পরিষদ দৃষ্টি প্রতিবন্ধীদের কোন কল্যাণে কাজ করেননি,

তিনি আরো জানান,বিএনএসবি ও ভিটিসিবি প্রতিষ্ঠান দুটি দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার নিমিওে সরকার কর্তৃক জমি বরাদ্দ দিয়েছিল, উক্ত জমির উপর সংস্থা দুইটির পরিচালনা পরিষদ নিজেদেরকে প্রভাবশালী ভেবে, অত্র জমির উপর বহুতল ভবন নির্মাণ করে একাধিক ডেভলপার কোম্পানির সাথে দ্বিপাক্ষিক চুক্তি নামার মাধ্যমে কয়েক কোটি টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছেন।এছাড়াও এই প্রতিষ্ঠান দুটি পরিচালনা করার মত কোন গঠনতন্ত্র ছাড়া সরকারি অধিদপ্তর থেকে অনুমোদন না নিয়ে নিজেদের মনগড়া গঠনতন্ত্র তৈরি করে প্রতিষ্ঠান দুটি পরিচালনা করে আসছে। যাহা সম্পূর্ণরূপে বেআইনি ও অবৈধ। সরকার প্রতিবন্দীদের জন্য জমি বরাদ্দ দিয়েছিল,তাদের কল্যাণে কাজ না করে নিজেদের কল্যাণে কাজ করছে প্রতিষ্ঠান দুটি,

তিনি জানান, আমরা অনিয়মের বিষয়ে গত ২৬/১১/২৩ তাং সমাজসেবা অধিদপ্তর নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা পরিচালক বরাবর উক্ত বিষয় নিয়ে অভিযোগ করেছিলাম, অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও নিয়োগ দিয়েছেন,

উক্ত অনিয়মের বিষয়ে ভিটিসিভি কর্মকর্তা কামাল হোসেন জানান এইসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে তদন্ত শেষে, আমরাই আপনাদের জানাবো।অভিযোগটি সত্য না মিথ্যা।