জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের পক্ষে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
সমিতির সদস্য সচিব অপূর্ব চৌধুরীর নেতৃত্বে সমিতির আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক শেয়ার বিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহির আমির সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জবি সাংবাদিক সমিতির সদস্য সচিব অপূর্ব চৌধুরী বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিন। যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তাকেই আমরা হত্যা করেছি। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। বিপদগামী সেনা সদস্যরা তাদের স্বার্থ হাসিলের জন্য বঙ্গবন্ধুসহ তিনটি পরিবারকে নির্মমভাবে হত্যা করে।
এছাড়াও নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটির পালন করা হয়।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতীয় পতাকা (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম রুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
তাছাড়াও একাডেমিক ভবনের নিচতলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে “জাগো সত্যের শুভ্র আলোয় জাগো হে মিলিত প্রাণ” স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকার স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতির জনক ও বাংলাদেশ’ শিরোনামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরপর, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল, কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ৭৫’ এর ১৫ আগস্ট-এ নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পাশাপাশি বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে  ১৫ই আগস্ট শহীদ হওয়া সকলের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ,  বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্র-ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, নীল দল, কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।