তানভীর আহমেদ সাকিবঃ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস”সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালনের কথা রয়েছে।
এবারের সাদাছড়ি দিবসের স্লোগান হিসেবে ঠিক করা হয়েছে-দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’। বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ও সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে থাকে। দিবসটি উপলক্ষে আজ ১৬ অক্টোবর সোমবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা নরসিংদী জেলা শাখার উদ্যোগে সাদাছড়ি বিতরণ,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল মুজাহিদ হোসেন তুষার মেয়র ঘোড়াশাল পৌরসভা নরসিংদী”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা ঘোড়াশাল পৌরসভা নরসিংদী”
মরিয়ম বেগম ০৭ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ঘোড়াশাল পৌরসভা নরসিংদী”
মোঃ নুরুল ইসলাম ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ঘোড়াশাল পৌরসভা নরসিংদী”
বেল্লাল হোসেন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর ঘোড়াশাল পৌরসভা নরসিংদী”
ফরহাদ হোসেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর ঘোড়াশাল পৌরসভা নরসিংদী”
সরোয়ার হোসেন কাউন্সিলর ঘোড়াশাল পৌরসভা নরসিংদী সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বলেন, জাতীয় প্রতিবন্ধী সংস্থার নরসিংদী জেলা শাখার বর্তমান বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ এবং কি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা নরসিংদী জেলা শাখার একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের সেবায় সবসময় নিয়োজিত থাকিবে বলে আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব আইয়ুব আলী হাওলাদার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নরসিংদী জেলা শাখা কে একটি মডেল শাখা হিসেবে গড়ে তোলার জন্য আশ্বাস প্রদান করেন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করার জন্য সরকারের নিকট আবেদন জানান।
অন্যদিকে লায়ন্স ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে। যাতে যারা চোখে দেখে তারা তাদের চলাচলে সহযোগিতা করে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবসটি পালন শুরু হয়।