জয়পুরহাট পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বর ক্লোন”জেলা পুলিশের সতর্কবার্তা

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৩ আগস্ট) রাতে একথা গণমাধ্যম কর্মীদেরসহ সকলকেই  জানিয়েছেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জেলা পুলিশ সুপারের অফিসিয়াল ফেইসবুক অ্যাকাউন্ট এবং জয়পুরহাট জেলা পুলিশের ফেইসবুক পেইজ থেকে পোস্ট দিয়ে এবিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জয়পুুরহাট জেলা পুলিশের তাদের ফেইসবুক আইডি এবং পেইজে বলা হয়েছে, জয়পুরহাট জেলার পুলিশ সুপারের সরকারি ফোন নম্বর +৮৮০১৩২০১২৭৫০০ কে ক্লোন করে কতিপয় দুষ্কৃতকারী +৩৮০১৩২০১২৭৫০০ নম্বর থেকে বিভিন্ন মানুষকে ফোন করছে। কেউ যেন বিভ্রান্ত হয়ে ক্লোনকারীর ফাঁদে পা না দেয় সেজন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। ক্লোনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনও রয়েছে।
পরে জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, জেলার সকল গণমাধ্যম কর্মী ও জেলা পুলিশসহ জনসাধারণ”কে, “বিষয়টি বুঝতে পারার পর সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নম্বর থেকে কারও প্রতারিত হওয়ার অভিযোগ মেলেনি।”
তিনি আরো বলেন,পুলিশ সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে বলে শিগগিরই চক্রটিকে আটক করা সম্ভব হবে।