নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের সদর উপজেলায় কুখ্যাত কিশোর গ্যাংয়ের লিডার গোলাম মূর্তজাসহ তিন জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা।
সোমবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার বটতলী এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
আটককৃতরা হলেন, সদর উপজেলার হালট্টি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম মূর্তজা (২৯), আতাউর রহমানের ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬) ও মোরসাালিন হোসেন (১৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, জয়পুরহাট সদর উপজেলার বটতলী এলাকায় এক পথচারীকে নির্জন স্থানে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা আদায়ের চেষ্টা করলে তাদের হাতে নাতে আটক করতে সক্ষম হয় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল। তারা কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের প্রধান এবং মোরসালিন ও সালাম গ্রুপের অন্যতম সক্রিয় কিশোর গ্যাং সদস্য। তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানা এলাকার বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মর্তুজার গ্রুপে আরও ৫-৭ জন সক্রিয় সদস্য রয়েছে যারা সদর থানা এলাকার রেলগেইট ও বাজার এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।
এবিষয়ে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত তিন আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।