জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে চারুকলা বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও মানবন্টন প্রকাশ করা হয়েছে। ★(ইন্ট্রো)
আগামী ১৫ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা: আলপ্তগীন। এর পূর্বে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়। ★(সংবাদ তথ্য প্রাপ্তির উৎস ও সময়সূচি)
সকাল ১১টা থেকে বেলা ১২.৩০টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯০ নাম্বারের পরীক্ষায় মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ (হাত-পা,মুখাবয়ব ইত্যাদি) আঁকতে হবে। ড্রইংয়ের জন্য নির্ধারিত কাগজ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। পরীক্ষার্থীদের পেন্সিল,ইরেজার এবং ব্যবহারিক পরীক্ষার আনুষঙ্গিক উপাদান সাথে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে থাকা বাংলা এবং ইতিহাস বিভাগ ও কলা ভবনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ এবং ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের আসন বিন্যাস সাজানো হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এতে ১০ নাম্বার বরাদ্দ রয়েছে। মৌখিক পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে৷ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটিই চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। তাই সবাইকে প্রবেশপত্র নিয়ে আসতে হবে। ★(নিউজ বডি/বিস্তারিত তথ্যের উপস্থাপন)
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ৪০ টি আসন রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://jnu.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে। ★(শেষ অংশ)