এনায়েত আকন ভ্রাম্যমান প্রতিনিধি:২০১৪ সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দীর্ঘ ১৭ বছরের ক্রীড়াজীবনে দেশের জন্য একাধিক সম্মাননা বয়ে আনা আমিনুল খেলাধুলা থেকে অবসরে গিয়ে এখন পুরোদস্তুর রাজনীতিবিদ।
ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকদের পদে দায়িত্ব পালন সহ বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব স্বল্প সময়ের মধ্যেই তিনি তার সফল নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় নেতা হিসেবেও জায়গা করে নিয়েছেন।বর্তমানে চলমান আন্দোলন সংগ্রামেও তিনি বিচক্ষণ এবং সাহসী নেতৃত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নসহ ভবিষ্যতে বিএনপির আরো গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বাংলাদেশ ফুটবলের বাজপাখি খ্যাত এই বিএনপি নেতাকে।