ছাতকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন। আটক ৩জন।

সাকির আমিন:
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষর ছুরিকাঘাতে এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। জানাযায় শহরের মন্ডলী ভোগ মহল্লার লালমসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে মহল্লার দু’পক্ষের মধ্যে বিরোধ চলেআসছে।এর জেরধরে মঙ্গলবার সন্ধ্যায় থানার পাশে গনেশপুর খেয়াঘাট ইজারাদার লায়েক মিয়া তার কমর্স্থল ঘাটে বসে থাকলে হটাৎ কোনকিছু বুঝে ওটার আগেই প্রতিপক্ষ আব্দুল কুদ্দুস (শিবলু)উপর্জুপরি ছুরিকাঘাত করতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরন করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় লায়েকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর তিনি স্ত্রী ২ ছেলে সহ অসংখ্য গুণ গ্রাহী রেখেগেছেন।বুধবার রাত সাড়ে ১০ টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাজার নামাজ শেষে দাফন করার কথা রয়েছে। থানায় আটককৃতরা হচ্ছে ছুরিকাঘাত কারি আব্দুল কুদ্দুস শিবলুর পিতা তাজ উদ্দিন ও দাদা এশাদ আলী, এবং একই মহল্লার গৌছ মিয়ার ছেলে সজিব মিয়া। ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানান লায়েক খুনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। খুনিকে আইনের আওতায় এনে শাস্তি দিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লায়েক মিয়া মন্ডলী ভোগ মহল্লার মৃত আব্দুল মন্নানের ছেলে।