নাজিয়াত হোসেনঃ চুয়াডাঙ্গা জেলার চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে পরিবর্তন করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) জনাব আব্দুল্লাহ্ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।এর মধ্যে আলমডাঙ্গা থানার (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপ্লব কুমার নাথ। তিনি এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার দায়িত্বে ছিলেন।
দামুড়হুদা থানার (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, তিনি এর আগে আলমডাঙ্গা থানার ওসির দায়িত্বে ছিলেন।
দর্শনা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ, তিনি দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
আর জীববনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দীন মৃধা, তিনি এর আগে সাতক্ষীরার কলারোয়া থানার ওসি ছিলেন।
এছাড়া দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীরকে জেলা বিশেষ শাখা ও জীবননগর থানার ওসি আব্দুল খালেককে জেলা পুলিশের অপরাধ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) জনাব আব্দুল্লাহ্ আল-মামুন জানান, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময়পূর্ণ হওয়ায় একই সঙ্গে জেলার চার থানায় এমন রদবদলের ঘটনা।