মেহেদী হাছান:
নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভূঁইয়া আবাসিক এলাকায়(ভূঁইয়া কলোনি) মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।এলাকাবাসির উদ্যোগে এই মানবতার দেয়াল তৈরি করা হয় হতদরিদ্র মানুষের পোশাকের যোগান দেওয়ার উদ্দেশ্যে।
৩১মার্চ (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই মানবতার দেয়ালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূঁইয়া আবাসিক এলাকা হোম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুবেল ভূঁইয়া,আবাসিক এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুর হাছান ভূঁইয়া,শাহ আলম ফার্মেসীর স্বত্বাধিকারী এ বি এম রাসেল মজুমদার,আনোয়ার মাষ্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
দেয়ালে লেখা রয়েছে,আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন। এর ডান দিকে লেখা রয়েছে,আপনার বা আপনার সন্তানের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যান। বাম দিকে লেখা রয়েছে, আপনার বা আপনার সন্তানের প্রয়োজনে নিয়ে যান।দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। পাশে দুটো কাঠের ঝুড়িতেও পুরনো কাপড়ের দেখা মিলল।
নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, সামর্থবান এবং যুবসমাজ এলাকা ভিত্তিক এ ধরনের উদ্যোগ নিলে সমাজের অসুবিধাগ্রস্থ মানুষ উপকৃত হবে।