চট্টগ্রাম প্রতিনিধি:গত ২৭শে জুলাই ঢাকায় বিএনপির অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগদান করতে যাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা বিএনপি নেতা শাহজাহান তালুকদার, যুবদল নেতা আবদুল নুর, মোহাম্মদ শওকত, মোহাম্মদ সাইফুদ্দিন সাইফু, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারেছ, আনোয়ারা উপজেলা যুবদল নেতা আলী হোসেন, জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী অহিদ, ইশতিয়াক নোমান চৌধুরী জামি, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদুল ইসলাম তৌকিরকে
গত ২৬ এবং ২৭শে জুলাই ঢাকা ঢাকার বিভিন্ন হোটেল থেকে পুলিশ কতৃক গ্রেফতার করে ঢাকার ২০২০ সালের পুরোনো মামলায় আসামি দেখিয়ে জেলে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
রবিবার (৩০শে জুলাই ) একটি বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদের কথা জানান।
প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, গনতন্ত্র হরণকারী স্বৈরাচারী সরকার হীন চক্রান্তের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রেখে একদফা আন্দোলনকে বাঁধা দেয়ার হীন চক্রান্তে লিপ্ত আছে।
গনতন্ত্র পুনরোদ্ধার আন্দোলনের অগ্রসৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান অনির্বাচিত সরকারও পারবে না।
নেতৃবৃন্দ প্রশাসনকে নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত থেকে ভূমিকা পালন করার আহবান জানান।
গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা যাতে নিরুৎসাহী হয় কিংবা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।
আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও শর্তহীন মুক্তির জোর দাবি করছি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বৈরাচারী কায়দায় নির্বিচারে বিএনপি নেতা – কর্মীদের গ্রেফতার না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহবান ও গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী জানান।