চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম:  চট্টগ্রাম নগরির বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরও পাঁচ ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো- নয়ন হোসেন হৃদয় (২৭), মো. কাউসার হোসেন (২৬) ও মো. মনির (২১)। তাদের থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুটি ছুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম। তিনি বলেন, বাকলিয়া এক্সেস রোডে একটি দোকানের পেছনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫ ডাকাত পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।