চট্টগ্রামে এলিট পার্ক হোটেলে অভিযান ১ লাখ টাকা জরিমানা,

চট্টগ্রাম এলিট পার্ক হোটেলে অভিযান ১ লাখ টাকা জরিমানা,

চট্টগ্রাম ব্যুরো:ওয়াসা মোড়ে *মুনতাসির টাওয়ারের লাইসেন্সবিহীন এলিট পার্ক হোটেলে অসামাজিক কার্যকলাপ,১ লাখ টাকা জরিমানা,হোটেল তালাবদ্ধ।

২৬ জুন সোমবার চট্টগ্রামের ওয়াসা মোড় সংলগ্ন মুনতাসীর সেন্টারের ৫ম এবং ৯ম তলায় হোটেল এলিট পার্কে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

এসময় হোটেলটিতে ব্যাপক হারে বিবাহ বহির্ভূত অসামাজিক কার্যকলাপের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হোটেলটি পরিচালনা করার জন্য কোন লাইসেন্স নাই। যথাযথ ভাবে অতিথি রেজিস্টার সংরক্ষণ করা হয় না।

হোটেলের রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হোটেলে উঠতি বয়সী ছেলে-মেয়ে, তরুণ-তরুণী, যুবক-যুবতীদের ব্যাপক যাতায়াত। যারা অধিকাংশই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসকল অভিযোগে হোটেলের ম্যানেজার মুনতাসীর মামুনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং হোটেলটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালা মেরে বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং প্রতীক দত্ত।

স্থানীয়ভাবে জানা যায়, হোটেল এলিট পার্কের মালিক জমীর উদ্দিন। একই জায়গায় আগে টানেল সিটি নামক একটা হোটেল পরিচালিত হতো। জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিরেকেই আবাসিক হোটেল ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন। উল্লেখ্য যে, এলিট পার্কে হোটেলের অষ্টম তলার নীচেই চট্টগ্রাম স্কাই ক্লাব নামে একটা প্রতিষ্ঠান পাওয়া যায়। স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রাম স্কাই ক্লাবে ক্যাসিনো-জুয়া সহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডের দায়ে কিছুদিন পূর্বে ক্লাবটি পুলিশ বন্ধ করে দিয়েছিলো।

আবাসিক হোটেল গুলোর কার্যক্রম মনিটরিংয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।