হামিদ কল্লোলঃ পরিবারের হাল শক্ত করে ধরতে আর স্বচ্ছল,স্বাবলম্বী হতে তারা পাড়ি দিয়েছিলো প্রবাসে। ভাগ্যের নির্মম পরিনতি তাদের ফিরতে হলো লাশ হয়ে।
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ও স্টোকজনিত কারণে সম্প্রতি কক্সবাজারের চকরিয়া উপজেলার তিন প্রবাসীর মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে তাদের লাশ দেশে এসে পৌঁছে। একই দিন দুপুর ২টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একসাথে তিনজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ও কাকারা ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম মিনার চৌধুরী ও সিঃসহসভাপতি ইয়াসিন আরাফাতসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মৃত্যুবরণকারী তিন প্রবাসী হলেন, চকরিয়া উপজেলার ফাঁসীয়াখালী ইউনিয়নের রাজারবিল গ্রামের মৃত দেলোয়ার হোসনের ছেলে মিজবাহ উদ্দীন (৩১)। (তিনি দুবাইয়ে নিজ রুমে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন), একই উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বরাইন্নার চর এলাকার আবদুল হাকিমের ছেলে আবদুল হালিম প্রকাশ ওসমান (৪২)। (তিনিও দুবাইয়ের আজমানে স্টোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান) এবং উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার আবদুল করিমের ছেলে মোহাম্মদ আলমগীর (৩২)। (তিনি সংযুক্ত আরব আমিরাতের রাস-আল কাইমা শহরে সড়ক দূর্ঘটনায় নিহত হন)।লাশ দেশে আনতে সার্বিকভাবে সহযোগিতা করেছে প্রবাসীদের সংগঠন “চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইসহাক হুমায়ুন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ঈসা, সাধারণ সম্পাদক এসএম মিনার চৌধুরী, অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ ওসমান গনি ও প্রবাসী সোসাইটির নেতৃবৃন্দ।