আবদুর রহিমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার সময় উপজেলার চর এলাহি বাজারে পাশে ইউনিয়ন আওয়ামী সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল।
সম্মেলনে বক্তব্য রাখেন-কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌরসভার যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন মুন্না,সাধারণ সম্পাদক শাহ পরান লিংকন প্রমুখ।
বক্তাদের বক্তব্য শেষে- ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পদ প্রার্থীদের সিভি সংগ্রহ করেন এবং পরবর্তীতে যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হবে এই মর্মে সম্মেলন শেষ করা হয়।