শাহিন গাজীঃগভীর রাতে কম্বল নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের দ্বারে দ্বারে ছুটছেন ঢাকার কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া,
চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তাই প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণে তিনি নিয়েছেন এমন উদ্যোগ।
গত শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে ইউএনও রিনাত ফৌজিয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের শুরু থেকে এভাবে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া।
কম্বল পাওয়া একাধিক অসহায়ও হতদরিদ্র শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন,দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আশা কম্বল অসহায় ও হত দড়িদ্রদের মাঝে। উপজেলার বিভিন্ন এলাকায়,বিতরণ করে,থাকি।এছাড়াও তিনি আশ্বস্ত করেছেন ত্রাণ মন্ত্রণালয় থেকে আশা কম্বল।পর্যায়ক্রমে হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করবেন।