নিজস্ব প্রতিবেদক:কেরানীগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মডেল থানার পুরাতন ভাড়ালিয়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, খোলামোরা আটি বাজার সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। এই ফোনের সূত্র ধরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইফুল আলম বলেন,সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে নিহতের ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।





